অবতক খবর , নরেশ ভকত , বাঁকুড়া :      আবারো রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের উনিশ নম্বর ওয়ার্ডের ময়রা পুকুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানতে পারা যায় , প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে মালিকরা বাড়ি চলে যায় তারপর রাতের অন্ধকারে পরপর চারটি দোকানে চুরির ঘটনা ঘটে । চারটি দোকান মিলিয়ে হাজার ত্রিশেক টাকা খোয়া গিয়েছে বলে জানা যাচ্ছে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় প্রশ্ন উঠছে রাতের অন্ধকারে শহরের নিরাপত্তা নিয়ে । খবর পেয়ে ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ আসে এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।

এক দোকানদার বলেন , রাতের অন্ধকারে পুলিশি টহল দাড়ি বাড়ানোর প্রয়োজন না হলে এই ধরনের ঘটনা আগামী দিনে আবারো ঘটতে পারে । তবে এ বিষয়ে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পা ঠাকুর বলেন , আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো আগামী দিনে যাতে রাতের অন্ধকারে পুলিশের টহলদারি বাড়ানো হয়।