অবতক খবর, নরেশ ভকত, বাঁকুড়া : রাতের অন্ধকারে দোকানে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হল । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানার রাধামোহন পুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর মিনি মার্কেটে ।
স্থানীয় সূত্রে জানতে পারা যায় , নিত্যানন্দপুর মিনি মার্কেটে অসীম সমাদ্দার নামে এক ব্যক্তির ভেরাইটিস দোকানে রাত বারোটা নাগাদ আগুন লেগে যায় । কিছু সময়ের মধ্যে আগুনের গ্রাসে পুরো দোকান ছাই হয়ে যায় । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । স্থানীয় বাসিন্দারা খবর দেন সোনামুখী থানায় সোনামুখী পুলিশ ফায়ার ব্রিগেডে খবর দিলে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন । দু ঘন্টার প্রচেষ্টায় দমকল আধিকারিকরা আগুন নিয়ন্ত্রণে আনেন । তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই দোকানে এই অগ্নিসংযোগের ঘটনায় ঘটেছে । মূলত ওই দোকানে প্লাস্টিক জাতীয় দ্রব্য থাকার কারণে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে ।
স্থানীয় সূত্রে আরও জানতে পারা যায় ওই দোকানের পাশাপাশি দুটি দোকানে ক্ষতি হয়েছে এবং একটি দোকানের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে।
তপন সরকার নামে এক স্থানীয় দোকানদার বলেন , প্রাথমিক পর্যায়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি পরে দমকলের আধিকারিকরা এসে সম্পূর্ণরূপে আগুন নিয়ন্ত্রণে আনেন । বসন্ত মন্ডল এবং অজিত বৈদ্য নামের স্থানীয় দোকানদাররা বলেন , বাইরে কাজ করে অসীম সমাদ্দার বাড়িতে এসে দোকান করেছিল এই মুহূর্তে আগুনের লেলিহান শিখায় সব শেষ হয়ে গেছে । প্রায় পনেরো লক্ষ টাকার মাল আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে তারা দাবি করেন । তবে ঠিক কী কারণে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটলো পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ এবং দমকল আধিকারিকেরা ।