অবতক খবর,২১ আগস্ট,বাঁকুড়া:- রাতের অন্ধকারে ফসলের ক্ষেতে দুষ্কৃতী হানা। লণ্ডভণ্ড লক্ষাধিক টাকার ফসল। ঋণের বোঝার মাঝে এই বিপুল ক্ষতিতে মাথায় হাত বাঁকুড়ার প্রান্তিক এক ভাগচাষীর।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার অন্তর্গত ঘোড়াডাঙ্গা গ্রামে।

সূত্রের খবর, এই গ্রামের অসীম বিশ্বাস নামে এক প্রান্তিক ভাগচাষী মহাজনের থেকে কয়েক লক্ষ টাকা ধার নিয়ে কয়েক বিঘা জমিতে করেছিলেন কপি। সার ও পরিচর্যার সুবাদে কপির ফলন বেশ ভালো হলেও গতকাল রাতে কে বা কারা তার এই জমিতে হানা দেয় এবং লণ্ডভণ্ড করে দেয় জমির সমস্ত কপি। এমন অবস্থায় দাঁড়িয়ে একদিকে যেমন ঋণের বোঝা, অন্যদিকে এই বিপুল পরিমাণ ক্ষতি, এই দুইয়ের মাঝে সর্বহারা অবস্থায় দাঁড়িয়ে এই প্রান্তিক ভাগচাষী। কিভাবে শোধ করবেন মহাজনের ঋণ, এ নিয়েও চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি। যদিও এই বিষয়ে পাত্রসায়ের থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে এবং স্থানীয় পঞ্চায়েতেও এই বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।

তবে কি কারণে এই আকস্মিক হামলা, কে বা কারা করল এই হামলা, সে বিষয়টি এখনও নিজেই বুঝতে পারছেন না এই ভাগচাষী। তবে কয়েক লক্ষ টাকার এই ক্ষতি যেন শরতের শুরুতেই তার কাছে এক বজ্রপাতের মতো হানা দিয়েছে।