অবতক খবর,মালদা;সানু ইসলাম;২৭জুন: রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীদের সমর্থনে লাগানো ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মালদা জেলা পরিষদের বিজেপি প্রার্থী রঞ্জিত গুপ্ত। রুতুয়ার সামসি এলাকার ঘটনা।তার অভিযোগ রাতের অন্ধকার ে তাদের সমর্থনে লাগানো ব্যানার পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভময় বসু বলেন, বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় তৃণমূলের ব্যানার পোস্টার ছেড়া হচ্ছে। বিজেপি এই কাজ করছে। আর সেখান থেকে দৃষ্টি ঘোরাতে নিজেরাই নিজেদের পোস্টার ছিড়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।