অবতক খবর,৯ আগস্ট,জলপাইগুড়ি: শহরে রাতে ঔষধের দোকান বন্ধ থাকায় মাঝে মধ্যেই সাধারণ মানুষকে বিপাকে পড়তে হয়।সেই কথাকে মাথায় রেখে ধূপগুড়ি শহরে আগামী দিনে রাতে বেলায় নির্দিষ্ট করে কয়েকটি ঔষধের দোকান খোলা রাখার উদ্যোগ গ্রহণ করল ধূপগুড়ি পুরসভা এবং ধূপগুড়ি থানা।

সোমবার সকালে ধূপগুড়ি থানার তরফে থানা চত্বরে একটি বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং,আই সি সুজয় তুঙ্গা এবং বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সভাপতি সুদীপ্ত সাহা এবং ধূপগুড়ি জোন সম্পাদক সুদীপ বসাক।

মূলত এদিন আলোচনা হয় কেবল মাত্র করোনা পরিস্থিতি নয়,আগামী দিনে যাতে ধূপগুড়ি শহরের লোকজন রাতের বেলা ওষুধের পরিষেবা থেকে বঞ্চিত হতে না হয় সেদিক বিবেচনা করে খুব দ্রুত রাতের বেলা কয়েকটি ওষুধের দোকান খোলা রাখার ব্যবস্থা করা হবে।

এদিনের বৈঠকের বিষয়ে বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সভাপতি সুদীপ্ত সাহা জানান,রাতের বেলা ওষুধের দোকান বন্ধ থাকার ফলে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে।
এদিন ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এর উদ্যোগে রাতের বেলা ওষুধের দোকান খোলা রাখার বিষয়ে ধূপগুড়ি থানায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।সেখানে সাধারণ মানুষ যাতে ওষুধের পরিষেবা থেকে হয়রানি হতে না হয়,সেই দিক বিবেচনা করে রাতের বেলা ওষুধের দোকান খোলা রাখা হবে বলে জানায় তিনি।