অবতক খবর,২২ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: রাত দুপুরে এক গোয়াল বাড়ীর গোয়ালঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে মন্তেশ্বর ব্লকের দেনুর গ্রামে। শুক্রবার প্রায় রাত১২টা থেকে রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দেনুর গ্রামে ।
দেনুর গ্রামের এলাকাবাসী সূত্র জানা যায় মন্তেশ্বর ব্লকের দেনুর গ্রামের ভাগ্যধর মাঝির মাটির দেওয়ালের উপর বাঁশ,কাঠের এডবেস্টারের চাল বিশিষ্ট দুই কুঠুরির একটি গোয়াল ঘর ছিল। প্রতিদিনের মত মশা থেকে গোয়ালঘরের গবাদি পশুদের রক্ষা পাওয়ার জন্য গতকাল রাতে গবাদি পশু থাকা গোয়াল ঘরে ধোঁয়া দেন গোয়াল ঘরের মালিক ভাগ্যধর মাঝির পরিবারের লোকজন।
রাত ১টা নাগাদ ভাগ্যধর মাঝির পরিবারের এক সদস্য ঘুম থেকে উঠে বাথরুম যাওয়ার সময় দেখে গোয়াল ঘরের চালে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। তিনি কোন রকমে বসত বাড়ির থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি করে। তাঁরপর ভাগ্যধর মাঝি সহ পরিবারের অন্যান্য লোকজনদের চিৎকার-চেঁচামেচিতে পাড়া-প্রতিবেশী ও গ্রামের লোকজন ঘুমন্ত অবস্থা থেকে ছুটে এসে এলাকার পুকুরে মোটর পাম্প চালিয়ে জল দিয়ে ,দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লেগে দুই কুঠুরিগোয়াল ঘরের গোটা চালসহ গোয়ালঘরে থাকা ১টি গরুর গাভী, ২টি ভেরা,১টি ছাগল গোয়াল ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। কোনরকমে গোয়াল ঘরে থাকা আরও কিছু গবাদিপশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায় । এই আগুনে গোয়াল ঘরে থাকা আরও কিছু গবাদিপশুর কিছুটা অংশ পুড়ে গেছে , বলে জানান বাড়ির মালিক ভাগ্যধর মাঝি।
এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসী সহ ভাগ্যধর মাঝির দাবি গোয়াল ঘর সহ গোয়াল ঘরে থাকা গবাদিপশু মিলিয়ে প্রায় কয়েক লক্ষাধিকের উপর টাকা ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের ছুটে আসেন দেনুরগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মকদম সেখ এলাকর গ্রাম পঞ্চায়েত সদস্য রমেন গন সহ মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি।