অবতক খবর,২৪ ফেব্রুয়ারি: রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । ৭ মার্চ রাত ২টোয় বিধানসভা অধিবেশন ডাকলেন রাজ্যপাল । ‘মধ্যরাতের পর বিধানসভার অধিবেশন ইতিহাসে নজিরবিহীন, কিন্তু এটাই মন্ত্রিসভার সিদ্ধান্ত।’ ট্যুইট করে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । অন্যদিকে, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘টাইপে ভুল হয়েছে, রাজ্যপাল এড়িয়ে যেতে পারতেন, কিন্তু রাজ্যপাল বললে, রাত দুটোতেই অধিবেশন হবে।’
গত ১২ ফেব্রুয়ারি রাজ্য রাজনীতিতে নয়া আলোড়ন তৈরি হয়। গণমাধ্যমে জানিয়ে রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ট্যুইটে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী দেওয়া ক্ষমতা বলে এই সিদ্ধান্ত’ ট্যুইটে একথাও জানালেন রাজ্যপাল। সবমিলিয়ে চরমে পৌঁছল বিধানসভার সঙ্গে রাজ্যপালের সংঘাত।
গত ২৬ জানুয়ারি বিধানসভায় বেনজির সংঘাত প্রকাশ্যে আসে। রাজ্যপালের বিরুদ্ধে কড়া অবস্থান নেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, ভবিষ্যতে রাজ্যপাল স্বতঃপ্রণোদিত হয়ে বিধানসভায় আসতে চাইলে আগে কারণ জানতে চাইব। সেখানে ওনার কী ভূমিকা হবে।
এর আগে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে অধ্যক্ষকে বেনজির আক্রমণ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এর ২৪ ঘণ্টার মধ্যে, কড়া বার্তা এল বিধানসভার অধ্যক্ষের তরফে। তিনি বলেছেন, ‘এবার রাজ্যপাল স্বতঃপ্রণোদিত হয়ে বিধানসভায় আসতে চাইলে কারণ জানতে চাওয়া হবে।