অবতক খবর,১২ জুন: বর্তমান যে প্রাকৃতিক বিপর্যয়, মহামারী,যে করোনা তার প্রতিরোধে মানুষকে সচেতন করার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য রাধেশ্যাম সাউ (কালুয়া) নিজ উদ্যোগে প্রগতি সংঘের সহযোগিতায় এক রূপরেখা রচনা করেছেন।‌ তারা বিভিন্ন স্পট নিজেরা আগেভাগে পরিদর্শন করে সেই সমস্ত স্পটে নিজেরা গিয়ে যথার্থভাবে যাদের ত্রাণ প্রয়োজন, তাদের মধ্যে ত্রাণ বিলি করছেন।

ইতিমধ্যে তারা কাঁচরাপাড়া ২,৩ নম্বর ওয়ার্ডের ত্রাণ বিতরণ করেছেন এবং হালিশহরের অন্যান্য অঞ্চলেও তারা এই ত্রাণ বন্টন
করেছেন।

আজ তারা রামপ্রসাদ ঘাটে এই প্রাকৃতিক বিপর্যয়, এই যে বৃষ্টি চলছে তার মধ্যেও অন্তত পক্ষে ২০০ মানুষকে ত্রাণ দিলেন। রান্না করা খাবার তারা তাদের হাতে তুলে দিলেন।

উল্লেখ্য তারা কাঁচরাপাড়া ৬ নং ওয়ার্ডের বাসিন্দা হলেও বীজপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন এবং আগামীতে আরো অন্যান্য পদক্ষেপ নেবেন এমনই তাদের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে আমফান ঝড়ে যাদের জীবন বিপন্ন হয়েছে, যারা বিভিন্ন ত্রাণশিবিরে রয়েছেন তাদের ত্রাণ দানের জন্য তারা নতুন আর একটি কর্মসূচি গ্রহণ করছেন। কয়েক দিনের মধ্যেই তিনি সন্দেশখালি যাবেন বলে, রাধেশ্যাম বাবু আমাদের জানালেন।