অবতক খবর, নদীয়া: রানাঘাট পূর্ব পারের রেলের টিকিট কাউন্টারটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েছেন ট্রেনের নিত্যযাত্রীরা। এর ফলে ওই টিকিট কাউন্টারটি অবিলম্বে খুলে দেওয়ার দাবি তুলে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন একদল কলেজ পড়ুয়া।
গত ১৯ ফেব্রুয়ারি থেকে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ওই কলেজ পড়ুয়ারা। আন্দোলনের আজ তাদের ষষ্ঠ দিন। আন্দোলনকারীদের দাবি, পূর্ব পারে অবস্থিত পূর্ণনগর, ধানতলা, পুরাতন চাপড়া, দত্তপুলিয়া, বৈদ্যপুর সহ একাধিক এলাকার হাজার হাজার মানুষ এই টিকিট কাউন্টার ওপরেই নির্ভরশীল। রানাঘাট পূর্ব পারের বড় ওভারব্রিজের নিচে অবস্থিত রেলের টিকিট কাউন্টারটি দীর্ঘ প্রায় এক বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে বলে তাদের অভিযোগ।
টিকিট কাউন্টারটি বন্ধ থাকার ফলে প্রত্যেকদিন পূর্বপার এলাকার হাজার হাজার নিত্য ট্রেন যাত্রীরা পশ্চিমপারে ওভারব্রিজ দিয়ে নেমে টিকিট কেটে ট্রেন ধরেন। অনেক সময় ওই টিকিট কাউন্টার গুলির দীর্ঘ লাইনের ফলে টিকিট কাটতে দেরি হয়। এরফলে অনেক ট্রেন মিস হয়ে যায়। নিত্যযাত্রীদের এর ফলে চরম ভোগান্তিতে পড়েন। ফলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না। তাই অবিলম্বে রেলের পূর্বপারে টিকিট কাউন্টারটি চালু করার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন কলেজ পড়ুয়ারা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত এই টিকিট কাউন্টারটি চালু না হবে, ততদিন অবস্থান-বিক্ষোভ করবেন তারা।