অবতক খবর , নদীয়া : আজ রানাঘাটে সর্ব প্রথম এবং নতুন ধরণের অভিনব উদ্যোগ রানাঘাট ১৪ নম্বর ওয়ার্ডে ভার্চুয়াল অঙ্কন প্রতিযোগিতা অনুষ্টিত হলো ৪৮ জন প্রতিযোগী তারা ঘরে বসেই অঙ্কন করবে সেই অঙ্কন দেখে বিচারকরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিচার করবেন।
এত দিন ভার্চুয়াল সভা জেনেছি কিন্তু ভার্চুয়াল কোনো অঙ্কন প্রতিযোগিতা এই প্রথম রানাঘাটে।করোনা সংক্রমণ এর কথা মাথায় রেখে এমন অভিনব উদ্যোগ।
এই প্রসঙ্গে রানাঘাটের তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সম্পাদক কামনাশীষ চ্যাটার্জী বলেন, এমন উদ্যোগ এর আগে কোথাও হয়েছে নাকি জানিনা। তবে করোনা ভাইরাসের জন্য সামাজিক দূরত্ব এর কথা মাথায় রেখে কচি কাঁচারা ঘরে বসেই আঁকবে এবং এই খান থেকেই বিচারকরা প্রতিযোগীদের স্থান নির্ধারণ করবেন। পরে তাদেরকে বিচারকের মাধ্যমে স্থান নির্ধারণ ও পুরস্কৃত করা হবে।