অবতক খবর :: নদীয়া ::   নদীয়ার রানাঘাট ২ নং ব্লকের অধীনে থাকা পরিযায়ী শ্রমিকদের মিলল করোনা পজিটিভ। যেখানে পাঁচজনের বাড়ি রূপশ্রীপল্লী গ্রামে এবং একজনের বাড়ি বৈদ্যপুর গ্রামে। এরা কেউ দিল্লি থেকে কেউ আবার মহারাষ্ট্র থেকে এসেছেন। এরা সবাই হোম কোয়ারান্টিনে ছিলেন। তার পর ১৭ তারিখে এদের সোয়াব টেস্ট করা হয়। ২২ মে এদের রিপোর্ট পজিটিভ আসে।

এই ৬ জন পরিযায়ী শ্রমিকদের করোনা পজিটিভ হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে এই ছয়জন পরিবারের সদস্যদের সবাইকে সোয়াব টেস্ট করানো হয় এবং এলাকা সিল করে দেওয়া হয় বলে জানিয়েছেন রানাঘাট মহকুমা শাসক হর সিমরান সিং। তবে এই সংক্রমণ যাতে দ্রুত না ছড়াতে পারে সেই কারণে সরকার থেকে এলাকায় সিল করে দেওয়া হয়েছে।

পরিযায়ী শ্রমিকরা যদি বাইরে থেকে এভাবে আরো সংখ্যক আসতে থাকে তবে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।