অবতক খবর, সম্পা ভট্টাচার্য জলপাইগুড়ি :- দিন কয়েক আগে রান্নাঘরের ভেতর সাপের ডিম দেখে আঁতকে উঠেছিলেন ময়নাগুড়ি টিকাটুলির বাসিন্দা উত্তম রায়। খবর গিয়েছিল ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের কাছে। খবরটি শুনে আর দেরি করেননি সংগঠনের সদস্যরা। দ্রুত উত্তম বাবুর বাড়ি পৌঁছে সংগঠনের সদস্যরা উদ্ধার করে আনেন ছোট-বড় প্রায় ২২ টি সাপের ডিম। তারপর সেই ডিম গুলোকে সযত্নে নির্দিষ্ট তাপমাত্রায় রেখে ছিলেন , সংগঠনের সদস্যরা।
আজ সেই ডিম ফুটে একে একে ২২ টি হেলে সাপের বাচ্চা জন্ম নিল। এই প্রথম নয় এর আগেও এরকম ডিম উদ্ধার করে বাচ্চা ফুটিয়ে সাপ সংরক্ষণের নজির রয়েছে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের। সংগঠনের সম্পাদক নন্দুরা জানান সদ্য জন্ম নেওয়া এই হেলে সাপ গুলো বিষাক্ত নয়। তাই ডিম ফুটে বেড়িয়ে আসা এই সবগুলোকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।