অবতক খবর,৪ মার্চ: রামকৃষ্ণ পরমহংস দেবের 187 তম জন্মতিথি উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন উইঙ্কর সামনে থেকে যুদ্ধ নয় শান্তি চাই এর বার্তা নিয়ে শান্তি মিছিল আয়োজন করেন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ, বহু ভারতীয় সেখানে এখন পর্যন্ত আটকে রয়েছে তাই তাদের সুরক্ষা ও বিশ্ব শান্তির বার্তা দিয়ে এই মিছিল আয়োজন করেন কামারহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী অরিন্দম ভৌমিক।
বর্ণাঢ্য শোভাযাত্রায় রামকৃষ্ণ পরমহংসের জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি ছবিতে মালা পরিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে কামারহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে শোভাযাত্রা করেন।
এই বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে অরিন্দম ভৌমিক বিশ্বের শান্তির বার্তার কথা বলেন এবং লোকসভা ও বিধানসভা যে ভোট পরবর্তী হিংসা দেখা গেছে সেই হিংসা যাতে পুরভোটের পর না দেখা যায় তার বার্তা দিলেন।