অবতক খবর, নয়াদিল্লীঃ বুধবার লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘অযোধ্যায় রাম মন্দির নির্মাণে আমরা একটা প্রকল্প নিয়েছি । সুপ্রীম কোর্টের নির্দেশ মেনে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে । ট্রাস্টের নাম দেওয়া হয়েছে শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র। এতি হবে স্বশাসিত। ‘
দেশের শীর্ষ আদালত অযোধা নিয়ে রায় ঘোষণার মাসখানেকের মধ্যে রাম মন্দির নিয়ে ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী । নরেন্দ মোদি জানিয়েছেন, ক্যাবিনেটে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘সুপ্রীম কোর্টের নির্দেশ মেনে সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দিতে রাজি হয়েছে উত্তর প্রদেশ সরকার । ভারতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পার্সি সবাই একই পরিবারের সদস্য। সবাইকে অযোধ্যায় রাম মন্দির গঠনে সাহায্য করার জন্য আবেদন করছি।’