অবতক খবর,১৯ ফেব্রুয়ারী : ভিন রাজ্যে বেড়াতে গিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু হয় রায়দিঘি বিধানসভার কনভেনার মানব সর্দারের। মঙ্গলবার দিন তার পরিবারের সাথে দেখা করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন তিনি মানব সর্দারের পরিবারের লোকেদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন তাদের পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি তিনি জানান মানব সরদার অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন পথদুর্ঘটনায় তার এই মৃত্যুতে আমরা প্রত্যেকেই মর্মাহত।
তিনি কোন সরকারি পদে না থেকেও প্রত্যেকটি সময় মানুষের পাশে থাকতেন আর তাই তার এই শোক সভায় হিন্দু-মুসলিম থেকে শুরু করে সিপিএম এবং বিভিন্ন পার্টির প্রত্যেকটি মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছে। আমি প্রথম দিন থেকেই মানব সর্দারের পরিবারের পাশে ছিলাম আগামীদিনেও তার পরিবারের পাশে থাকবো।