আমারও তো একটা ‘সে’ আছে! সে বলে, সব লিখলে বাদ দিলে রাস পূর্ণিমা! রাস! আমি বলি, চারিদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস। তুমি বলো, রাস পূর্ণিমা?
তার মন রাখি, রাসে রাখি আস্থা, বিশ্বাস!

রাসপূর্ণিমা
তমাল সাহা

হে রাধামাধব!
রাসপূর্ণিমা এখন। জোৎস্নায় পুড়ে যায় চাঁদ।
তুমি আমার যমুনা, মথুরা, তুমিই আমার বৃন্দাবন।
দোতারা হাতে গেয়ে যাই প্রিয় পদাবলী।
আমি তোমার শ্রীরাধিকা
তুমি কি দেখেছো পথে প্রান্তরে বারুদের গন্ধ মেখে পুলিশ ছুড়ছে ভালবাসার গোলাগুলি?

আমি তো তোমার রাই,ব্রজবালিকা।
হে রাধারমণ!
ওরা ঘিরেছে আমায়, ওদের কামগন্ধি চোখে আমার উদ্ভিন্ন যৌবন।

তমালের ডালে বসে আর বাঁশি বাজাবে কতক্ষণ?
হে রমণীমোহন!
তবে কি চাও তুমি আমার বস্ত্রহরণ?
হে বংশীবদন!
কোথায় তোমার অক্ষৌহিণী, কৌমুদকী, সরঙ্গ,
নন্দক? কোথায় তোমার নারায়ণী সেনা?
কোথায় সুদর্শন চক্র? বাজাবেনা পাঞ্চজন্য?
আমি কী নই তোমার জন্য!

তুমি কি আমায় রক্ষা করবে না?
তুমি কি আমায় স্পর্শ করবে না!