অবতক খবর,২৯ জুন: ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চুতিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায়।।

জানা যায় চোপড়ার চুতিয়াখোর গ্রাম পঞ্চায়েতের গুঞ্জরমারি এলাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয়।। গতকাল সারারাতের বৃষ্টিতে রাস্তা ভেঙে দুই ভাগ হয়ে গিয়েছে। যার ফলে রাস্তার মাঝখানে নদীর আকার নিয়েছে।

সাধারণ মানুষের অভিযোগ, এই সমস্যা বিগত ছয় বছরের।। বার বার জনপ্রতিনিধি দের জানানো হলে তারা শুধুমাত্র আশ্বাস দিয়েছেন, কাজের কাজ কিছু হয় নি।।

যার ফলে বাধ্য হয়ে আজ সাধারণ মানুষ চোপড়া থেকে দাসপাড়া যাওয়ার মূল রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।।

ঘটনার খবর পেয়ে পৌঁছায় পুলিশ।

পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।।