অবতক খবর,১৭ জুন,জলপাইগুড়ি: রাস্তার পাশে ছিঁড়ে পড়ে আছে বিদ্যুতের তার সেই তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল একটি গরুর। শুক্রবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি বারঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।জানা গিয়েছে, ঝড়ো হাওয়ার গতকাল থেকে ওই এলকায় মাটিতে ছিঁড়ে পরে ছিল বিদ্যুতের তার।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারংবার ফোন করে বিষয়টি বিদ্যুৎ দপ্তরে জানানো সত্বেও গতকাল থেকে এলাকায় দেখা পাওয়া যায়নি বিদ্যুৎ কর্মীদের। ছেঁড়া তারে বিদ্যুৎ সংযোগ থাকার কারনে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গরুটির মৃত্যু হয়েছে।এর ফলে রীতিমত আতঙ্কে ছিল এলাকার বাসিন্দারা।
তাদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে গরুটির মৃত্যু হয়েছে।এর থেকেও বড় কোনো দূর্ঘটানা ঘটতে পারত এমনটাই তাদের আশঙ্কা। গরুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।
বর্তমানে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওই এলাকায় বিদ্যুৎ সংযোগের কাজ করছে।মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎ সংযোগ ছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ কর্মীরা।