অবতক খবর,১৯ মার্চ: ঘটনাটি করেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রানিরহাট মোড় সংলগ্ন এলাকায় , ময়নাগুড়ি থেকে বাড়ি যাওয়ার পথে রানীরহাট মোড় সংলগ্ন এলাকায় পিছন দিক থেকে একটি ট্রাক এসে সজরে ধাক্কা মারে এরপর সেখানেই গুরুতর জখম হয় ওই স্কুটিতে থাকা বিএসএফ জোয়ারের , এরপর তড়িঘড়ি স্থানীয়রা ও ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিকের পক্ষ থেকে তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে বিএসএফ জওয়ানের বাড়ি জামালদহ এলাকায় তার নাম জয়প্রকাশ বর্মন বয়স অনুমানিক 35 হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দার দিলীপ অধিকারী বলেন ,স্কুটিতে থাকা বিএসএফ জোয়ান কে জলপাইগুড়ির দিক থেকে আসা একটি ট্রাক সজরে ধাক্কা মারে স্কুটিতে এরপর সেখানেই লুটিয়ে পড়ে বিএসএফ জওয়ান , এরপর তাকে তড়িঘড়ি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পুলিশ গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে যায়, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।