নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: বাঁকুড়া বিষ্ণুপুরে সোমবার সন্ধ্যে ৬ টা নাগাদ ছিন্নমস্তা মন্দির এলাকায় পোড়ামাটির হাট সংলগ্ন এলাকায় প্রকাশ্য রাস্তায় দুটি ভ্রুন পৃথক পৃথক পলিথিনে পড়ে থাকতে দেখা যায়। প্রকাশ্য রাস্তায় দুটি ভ্রুন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬ টা নাগাদ ছিন্নমস্তা মন্দির এলাকায় পোড়ামাটির হাটের ঢোকার মুখে প্রকাশ্য রাস্তার উপর দুটি ভ্রুন পৃথক পৃথক পলিথিনে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । এই ঘটনা জানা জানি হতেই ভ্রুন দুটিকে দেখার জন্য প্রচুর মানুষের ভির জমতে থাকে। এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে বিষ্ণুপুর থানার পুলিশ পুলিশ এসে ভ্রুন দুটিকে উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার মাসের ভ্রুন দুটিকে কেউ হয়তো রাস্তার পাশের ঝোঁপে মধ্যে ফেলে দিয়ে গেছে। সেখান থেকে কুকুর হয়তো টেনে রাস্তায় নিয়ে এসেছে।
কোথা থেকে এই ভ্রুন দুটি এলো, কে বা কারা ফেলে দিয়ে গেছে তার সঠিক কোন কিছু জানা যায়নি। সমস্ত বিষয়টি ধোঁয়াশার মধ্যেই আছে। বিষয়টি তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ।