অবতক খবর , মুর্শিদাবাদ :    রাস্তা সংস্কার হয় না দীর্ঘ দিন। রাস্তা সারাইয়ের জন্য বহু বার অবরোধ করেছেন গ্রামবাসীরা। প্রশাসনের তরফে মিলেছে শুধু প্রতিশ্রুতি। এমনই অভিযোগ তুল্য সুতির বংশবাটী গ্রাম পঞ্চায়েতের অজগর পাড়ার বাসিন্দারা। কাজের কাজ কিছুই হয়নি ।

নিত্যদিনসমস্যায় পড়ে স্কুল প়ড়ুয়া থেকে অফিস যাত্রীরাও। বছরের ছয় মাস এই রাস্তায় কাদা দেখতে পাওয়া যায়, রাতের বেলায় কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে থাকে দাবি স্থানীয় বাসিন্দাদের।

লিখিতভাবে সুতি ১ নম্বর ব্লকের বিডিও অফিসে জমা দিলেও , তা এখনো প্রতিশ্রুতি সার । যদিও এই ব্যাপারে স্থানীয় মেম্বার তৃণমূল শাসিত বংশবাটী গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের দিক টা তুলে ধরেন তবে অজগরপাড়া থেকে বংশবাটী এই রাস্তাটির বেহাল অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। সবকিছু মিলিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রতিশ্রুতি রাখতে পারেননি, বলে অভিযোগ স্থানীয়দের।