অবতক খবর, উত্তর দিনাজপুরঃ রায়গঞ্জের নাগরে ওষুধ ব্যাবসায়ী সুশান্ত সরকারকে গুলি করে হত্যার চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় ৭ জন দুস্কৃতীকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হল দুটি আগ্নেয়াস্ত্র, ছ’ রাউন্ড গুলি, একটি মোটরবাইক ও ছিনতাই হওয়া ২৬ হাজার টাকা উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ।
রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার রায়গঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ওষুধ ব্যাবসায়ী সুশান্ত সরকারকে গুলি করা এবং টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭ দুস্কৃতী ছাড়াও আরও কয়েকজন জড়িত রয়েছে, কয়েকজন ওষুধ ব্যাবসায়ীকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ধৃতদের আজ রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক তাদের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ঘটনার পুলিশি তদন্ত প্রায় শেষের পথে। এই ঘটনার সাথে কিছু দুস্কৃতী আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল, কিছু দুস্কৃতী শুট আউট ও ছিনতাই করে। তবে এই ঘটনার সাথে কিছু ওষুধ ব্যাবসায়ীও জড়িত রয়েছে বলে পুলিশের অনুমান।
গত ২৯ জানুয়ারি রায়গঞ্জ থানার নাগর এলাকার ভাঙাবাড়ি গ্রামে হেমতাবাদের বাসিন্দা ওষুধ ব্যাবসায়ী সুশান্ত সরকারকে গুলি করে তার কাছ থেকে টাকা ছিনতাই করে চম্পট দেয় দুস্কৃতীরা। সুশান্ত বাবু প্রানে বেঁচে গেলেও এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জে। রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে ঘটনার তদন্তে নামে পুলিশ।
ঘটনার দুদিন বাদেই তিন দুস্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ডালখোলায় গোপন ডেরা থেকে ছিনতাইকারী গ্রুপের কিং পিন আবদুল খালেককে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। এরপর খালেক নিয়ে ঘটনাস্থল নাগরে গিয়ে পুরো ঘটনার পুননির্মাণ করে রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে পুলিশ অফিসারেরা। এরপর এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে শনিবার আলম সহ তিনজনকে গ্রেফতার করা হয়। এই গুলি ও ছিনতাইয়ের ঘটনায় মোট ৭ জন দুস্কৃতীকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ছ রাউন্ড গুলি, একটি মোটরবাইক ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।