অবতক খবর :: রায়গঞ্জ :: উত্তর দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল। এবারে আরো একজন করোনা আক্রান্তের হদিস মিলল ইটাহারে।
প্রশাসন সুত্রে জানা গেছে, আক্রান্ত ব্যাক্তির বাড়ি ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের নদনা গ্রামে। সে গুজরাটের আমেদাবাদে শ্রমিকের কাজ করত। সেখান থেকে সে বিহারে আসে। এরপর বিহার প্রশাসন তাকে কোয়ারেন্টাইন সেন্টারে রেখেছিল। সেখানেই তার লালারস পরীক্ষা করা হয়। এরপর ইটাহারের ওই বাসিন্দাকে বিহার প্রশাসন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের হাতে তুলে দেয় গত ৭ মে।
এম্বুলেন্সে তাকে ইটাহারের কোয়ারেন্টাইন সেন্টারে আনা হয়। সন্ধ্যার নাগাদ বিহারের কিষানগঞ্জ প্রশাসন তার লালারস পরীক্ষার রিপোর্ট জানিয়ে দেয় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনকে। এরপর অধিকরাতে তাকে ইটাহার থেকে রায়গঞ্জের সরকার অধিগৃহীত কোভিড-১৯ হাসপাতালে আনা হয়। তারপর উত্তর দিনাজপুর জেলা প্রশাসন আলাদা করে তার লালারস পরীক্ষা করে। আজ বুধবার সকালে তার রিপোর্ট জেলা প্রশাসনের হাতে এসে পৌছায়। তাতে তার রিপোর্ট পজিটিভ আসে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়। আর এনিয়ে উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল চার।