অবতক খবর , রায়গঞ্জ ,১৯ এপ্রিল ::   করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশ তথা রাজ্যজুড়ে লকডাউন চললেও সাধারন মানুষের অসুবিধার কথা ভেবে বাজার, মুদি দোকান, রেশন দোকান খোলা রেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দোপাধ্যায়। খোলা রয়েছে ব্যাঙ্ক পরিষেবাও।

ফলে বাজার, রেশন দোকানে খাদ্যসামগ্রী কিনতে জনসমাগম হচ্ছে। বাজারে সব্জিসহ অন্যান্য সামগ্রী কেনাবেচায় এলাকা আবর্জনাও জমা হচ্ছে। সেজন্য ওইসব এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি স্যানিটাইজিং করার উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা। এদিন পুরসভা এলাকার দোকান বাজার বিডিও অফিস ও অন্যান্য সমস্ত অফিস, ব্যাঙ্ক স্যানিটাইজিং করা হয়।পুরসভার উদ্যোগে খুশি এলাকার মানুষ।