অবতক খবর :: শিলিগুড়ি :: ৩০ এপ্রিল :: প্রসঙ্গত,করোনা এবং লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে গত ২০ এপ্রিল শিলিগুড়িতে পৌছায় কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এরপর উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি পরিদর্শন করেন কেন্দ্রের ৫ সদস্যের দল। পরিদর্শন শেষে রিপোর্ট তৈরি করতে শুরু করেছেন সদস্যরা। এই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হবে।
সূত্রের খবর,রিপোর্টে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল জানিয়েছেন যে, ‘শিলিগুড়ি ও জলপাইগুড়ির তুলনায় পাহাড়ে লকডাউন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং লকডাউন ঠিকভাবে পালন করা হচ্ছে’।এছাড়াও বলা হয়েছে, ‘এখনও হেলমেট ও মাস্ক না পড়েই একটি বাইকে তিনজন করে চলাচল করছে।কন্টেনমেন্ট জোনে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে। লকডাউন সফল করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। তবে চা বাগানের পরিস্থিতি ভালো রয়েছে।”