অবতক খবর,৩০ আগস্টঃ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে রূপনারায়ন নদী থেকে জেলেদের জালে পড়লো এক বিরল প্রজাতির মাছ! শোল মাছের আকৃতির এই মাছ।লম্বায় প্রায় ৪ ফুট, ওজন ১৮ কেজি।
সাধারণ মানুষজন এর সঠিক নাম জানে না কি এই মাছ। মৎস্য বিভাগের আধিকারিকদের কাছ থেকে জানা গেছে এই মাছটির নাম ইল মাছ। মাছটিকে দেখবার জন্য উৎসুক মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো।