অবতক খবর, বর্ধমানঃ    সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ানপুরের রাঙামেটিয়ার মানিক উপাধ্যায় শিশু উদ্যানের কাছে প্রকাশ্য দিবালোকে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।জানা গিয়েছে, রাঙ্গমেটিয়ার বাসিন্দা অশোক দাস নামে এক ব্যাক্তির বাড়ির সামনে থেকেই কিছু ছিনতাইকারী ব্যাগ ভর্তি টাকা ছিনতাই করে চম্পট দেয়।

অশোক বাবু জানান যে, তিনি শুক্রবার সকালে চিত্তরঞ্জন এর চিলড্রেন পার্কের কাছে একটি সরকারি ব্যাংকে টাকা তোলার জন্য যান সেখানে তিনি ৫০ হাজার টাকা তুলে বাড়ি ফেরেন । কিন্তু বাড়ি ঢোকার আগেই ওই ব্যাক্তির ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।জানা গেছে, নিজের বাইকে করে চিত্তরঞ্জন থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ফিরছিলেন ওই ব্যক্তি। ঠিক তখনই হঠাৎ করেই পেছন থেকে আসা একটি মোটর সাইকেল অশোক মজুমদার এর গাড়ী গতিরোধ করে । লাল-কালো রংয়ের ওই মোটরসাইকেলে ছিলেন হেলমেট পরিহিত দুইজন আরোহী। কোনো কিছু বুঝে উঠার আগেই তাদের একজন ছুটে আসেন এবং হাত থেকে টাকার ব্যাগ কেড়ে নেন । নির্বাক দৃষ্টিতে অসহায়ের মতো তাদের পিছনে কিছুদূর ছুটে ধাওয়া করলেও তিনি নিজের বাইকে করেও যান ওদের পেছনে কিন্তু তারা খুব দ্রুত গতিতে বাইক চালিয়ে ডিএভি স্কুল এর দিকে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এ ঘটনায় ভুক্তভোগী অশোক দাস রূপনারায়ানপুর ফাঁড়িতে একটি জেনারেল ডায়েরি করেন। তবে রূপনারায়ানপুর ফাঁড়ি ইনচার্জ সিকান্দর আলম তিনি খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ।