অবতক খবর,১৫ জুলাইঃ গত ৮ জুলাই সারা রাজ্যজুড়ে হয়েছে গণতন্ত্রের উৎসব পঞ্চায়েত ইলেকশন।এই পঞ্চায়েত ইলেকশনে অনেক অনেক জায়গায়হয় দুর্নীতি সন্ত্রাসের ছবি ধরা পড়েছে।তার মধ্যে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার ১৪৬ নম্বর বুথের রকমারি পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত এলাকা হালদা তে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা এবং এখনো পর্যন্ত সেই ভোটের প্রতি হিংসা ঘরবাড়ি ভাঙচুর থেকে শুরু করে ভাতের হাড়ি পর্যন্ত ফেলে দেওয়া,এবং বিরোধীদলের লোকজন এখনো পর্যন্ত সেই সন্ত্রাসের ভয়ে বাড়ি ছাড়া।ঘটনাটি ঘটিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের একটি নেতাদের নেতৃত্বে অন্য একটি গোষ্ঠী।সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী তিনি হালদা এলাকায় গিয়ে সমস্ত রাজনৈতিক দলের সদস্যও এলাকার মানুষের সঙ্গে কথা বলেন।ব্লক সভাপতিকে কাছে পেয়েএলাকার মহিলারা কান্নায় ভেঙে পড়েন এবং ঘটনার কথা বলেন,ব্লক সভাপতি তাদেরকে আশ্বস্ত করেন,যারা এখনো পর্যন্ত ভয়-ভীতির ভয়ে ঘর ছাড়াতাদেরকে স্ব স্ব এলাকায় ফিরে আসার জন্য,এবং নিজের গৃহে বসবাস করার জন্য তিনি জানিয়েছেন,বাডির বাইরে যারা আছে তাতাদেরকে ফোন করে দেখে আনতে বলেন।এবং পরবর্তীতে কোন হিংসার পরিবেশ পরিস্থিতি তৈরি হলে তার দায় নিয়েছেনব্লক সভাপতি শহিদুল্লাহ গাজী এমনটা জানিয়েছেন স্থানীয় এক ব্যক্তি মানিক সরদার।ব্লক সভাপতি আরো জানিয়েছেন দল এই ধরনের কোন অন্যায় অত্যাচার বরদাস্ত করেনা।যারা অন্যায় করে তাদেরকে দলে রাখা হবে না।