অবতক খবর,২ এপ্রিল,কলকাতা: ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম । ডিজেলের দাম একশোর চৌকাঠে। ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম। ডিজেলের দাম একশোর চৌকাঠে। অগ্নিমূল্য বাজারদরে কালঘাম ছুটছে মধ্যবিত্তের। এনিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে, সিপিএমের কটাক্ষ, কেন্দ্র এবং রাজ্য, দুই সরকারই পেট্রোপণ্যের করের টাকায় কোষাগার ভরছে।
ভারতে সর্বকালীন রেকর্ড
- ভারতে ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১১২ টাকা ১৯ পয়সা।
- ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা।
- এই নিয়ে গত ১২ দিনে ১০ বার বাড়ল জ্বালানির দাম।
- পেট্রোলের দাম বেড়েছে ৭ টাকা ৫২ পয়সা।
- ডিজেলের দাম এই ১২ দিনে বেড়েছে ৭ টাকা ২৩ পয়সা।
- কলকাতায় পেট্রোলের দাম ১১১.৩৫ টাকা
- কলকাতায় ডিজেলের দাম ৯৭.০২ টাকা