অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলার রেজিনগরে মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। লরির সঙ্গে বোলোরো পিকআপের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হয় ৪ জনের।
ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার ভাঙ্গা সাঁকো এলাকায়। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে বলে স্থানীয় জানিয়েছেন। সূত্রে জানা যায় গাড়িতে ৮ থেকে ৯ জন যাত্রী ছিল।
জানা যায় রানাঘাট থেকে মুর্শিদাবাদ হাজারদুয়ারি ভ্রমণ করতে যাচ্ছিল , জানা যাচ্ছে চারজনকে বেলডাঙ্গা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ও চারজনের কে গুরুতর অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আনা হয় তাদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠিয়েছে ।
মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় বেশ কিছুক্ষন ৩৪ নম্বর জাতীয় সড়ক যানজটের সৃষ্টি হয় পরে রেজিনগর থানার পুলিশ এসে যানজট নিয়ন্ত্রণে আনে।