অবতক খবর :: শিলিগুড়ি :: রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তকে বদলী না করবার জন্য মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে অনুরোধ করলেন সেই এলাকার মানুষ। রবিবার বেলাকোবা রেঞ্জ অফিসে ধর্না বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে এই অনুরোধ জানালেন স্থানীয় ও বনবস্তির মানুষেরা।
উল্লেখ্য, বেলকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত সোনাজয়ী স্বপ্না বর্মনের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা কিছু কাঠের হদিশ পান। সেই কাঠের নথি দেখানোর জন্য স্বপ্না বর্মনকে এক মাসের সময় দিয়ে তিনি ফিরে আসেন।
ঘটনাক্রমে রেঞ্জ অফিসারের ওই অভিযান ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী। তিনি রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তকে অন্যত্র বদলির নির্দেশ দেন। কিন্তু রেঞ্জারের ওই বদলি মেনে নিতে পারছেন না একটা বৃহৎ অংশের মানুষ।
সঞ্জয় দত্ত একজন সৎ, নিষ্ঠাবান ও অসহায়দের ত্রাতা বলে এলাকায় দাবি উঠেছে। গত কয়েকদিন থেকেই তার বদলির প্রতিবাদে গর্জে উঠেছেন অনেকে। একইভাবে রবিবারও বদলির প্রতিবাদে বেলাকোবা রেঞ্জ অফিসে ধর্নায় বসেন স্থানীয়রা।