অবতক খবর :: নদীয়া :: রেল বেসরকারিকরণ, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি সহ কেন্দ্র সরকারের একাধিক নিয়ম নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অবস্থান বিক্ষোভ আয়োজিত হল নদীয়ার কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন চত্বরে।
মঙ্গলবার ইষ্টাণ রেলওয়ে তৃণমূল মেনস কংগ্রেসের উদ্যোগে স্টেশন চত্বরে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় । এই প্রতিবাদ সভায় যোগ দেয় শহরের তৃনমূল নেতৃত্ব, তৃনমূল সমর্থক ও হকার অ্যাসোসিয়েশনের সদস্যরা ।
উপস্থিত ছিলেন ইষ্টাণ রেলওয়ে তৃণমূল মেনস কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব রজত বোস এবং রানাঘাট শাখার সভাপতি অরিন্দম দেব ও হাজরা ,শহর তৃনমূলের অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ । এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুরসভার প্রশাসক অসীম সাহা ।
তাদের বক্তব্য অনুযায়ী কেন্দ্রীয় সরকার একদিকে রেলের বেসরকারীকরণ করছে , মূল্যবৃদ্ধি হচ্ছে পেট্রোল-ডিজেলের । তাতে আগামী দিনে গণপরিবহন ব্যবস্থা ব্যাহত হবে তা বলার অপেক্ষা রাখে না। কেন্দ্রীয় সরকার লক ডাউনের দীর্ঘ দিন কর্মহীন সাধারণ মানুষের কথা না ভেবেই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবী না মানলে আগামীতে আরও জোরালো প্রতিবাদ হবে।