অবতক খবর :: শেওড়াফুলি :: ২৪এপ্রিল :: “পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে করোনাতে নয়, না খেতে পেয়ে মানুষ বেশি মারা পড়বে” বলে আজ এই অভিযোগ করেন শেওড়াফুলি বিজেপি মন্ডল সভাপতি স্নেহাংশু মহান্ত।
তাঁর আরও অভিযোগ,” চারিদিকে এত রেশন নিয়ে দুর্নীতি গরীব মানুষেরা ঠিকমত তাদের প্রাপ্য রেশন পাচ্ছেন না অন্যদিকে রেশনের বস্তা বস্তা চাল পাচার হয়ে যাচ্ছে। যাদের বড় রেশন কার্ড এবং যারা বারংবার লাইনে দাঁড়িয়েও রেশন কার্ড পায়নি তাদের জন্য খাদ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন বলেন 10 ই এপ্রিলের পর সবাইকে বাড়ি বাড়ি কুপন পৌঁছে দেয়া হবে। কিন্তু দেখা গেল মুখের কথার সঙ্গে বাস্তবের অনেক ফারাক।” কুপন না পেয়ে বা কোনরকম রেশন না পেয়ে অর্ধাহারে অনাহারে থাকা মানুষগুলো আজ বিজেপি শেওড়াফুলি মণ্ডলের নেতৃত্বে রেশন দেবার দাবিতে আন্দোলনে নামেন । আন্দোলনে নামা বিজেপি মন্ডল সভাপতি স্নেহাংশু মহন্ত সহ দশ জন কার্যকর্তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় । মন্ডল সভাপতি স্নেহাংশু মোহন্তকে জিজ্ঞাসা করা হলে উনি বলেন,”কয়েক দিনের মধ্যে যদি এই অর্ধাহারে-অনাহারে থাকা মানুষগুলো যদি রেশন না পায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।”