অবতক খবর,১৪ নভেম্বর,বাঁকুড়া:- রেশন সামগ্রী বিক্রির অভিযোগ বাঁকুড়া জেলার তৃণমূল নেতার বিরুদ্ধে , অভিযোগ অস্বীকার , তৃণমূলের দাবি বিরোধীদের চক্রান্ত , বিরোধীদের হুশিয়ার এই দুর্নীতির ঘটনা প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব ।
রেশন দুর্নীতি নিয়ে বাঁকুড়া জেলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বাঁকুড়া 1 নম্বর ওয়ার্ড পৌর এলাকার রেশন ডিলার আগে ছিল নারায়ন দে মারা যাওয়ার পর বর্তমানে তার স্ত্রী লক্ষী দে নামে ডিলারশিপ ছেলে বাঁকুড়া তৃণমূল সাংগঠনিক জেলার যুব সাধারণ সম্পাদক সান্তনু দে বর্তমানে রেশন ব্যবসাটি দেখাশোনা করে তার বাড়ীর দিকেই টেম্পু করে বাঁকুড়া শহরের কুড়ি নম্বর ওয়ার্ড ময়রাবাঁধ এলাকার অজিত গড়াই নামে এক ব্যক্তির মুদি দোকানে নিয়ে যেয়ে বিক্রি করা হয় রবিবার দুপুর বেলায় একটি টেম্পু করে দসরবন্ধ এলাকা থেকে মরবান নিয়ে যাওয়া হয় টেম্পু বালা স্বীকার করে নারায়ণ দে ডিলারের কাছে থেকে চার বস্তা চাল ও তিন বস্তা আটা নিয়ে আসা হয়েছে ।

বাঁকুড়া জেলা তৃণমূলের মুখপাত্র দিলীপ আগারওয়ালের দাবি যদি কোন তৃণমূল নেতৃত্ব রেশন দুর্নীতির সাথে যুক্ত থাকে তার ব্যবস্থা নেবে প্রশাসন তবে যে ঘটনা ঘটেছে এটা বিরোধীদের চক্রান্ত । তবে যদি ওই তৃণমূল নেতা দুর্নীতির সাথে যুক্ত থাকে সেটা দলের সাথে কোন যোগসাজশ নেই দুর্নীতি প্রমাণিত হলে এর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে দল ব্যবস্থা নেবে ।

বাঁকুড়া বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন আমাদের বৃহৎ দল দলের কাজকর্ম নিয়েই আমরা ব্যস্ত আমাদের কি খেয়েদেয়ে কাজ নেই যে আমরা চক্রান্ত করতে যাব তবে এ ঘটনা আমরা প্রশাসনকে জানাবো প্রশাসন যদি ব্যবস্থা না নেয় পরবর্তীতে আমরা এই ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনে নামবো ।

বাঁকুড়া মহাকুমার মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত জানান বিষয়টি আমরা ফুট দপ্তর জানিয়েছি ফুট দপ্তর বিষয়টি খতিয়ে দেখে আমাদের কাছে রিপোর্ট পেশ করলে আমরা ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ।