অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- বহরমপুরে জেলাশাসকের অফিসের সামনে রকেয়া নারী উন্নয়ন সমিতির উদ্যোগে প্রতিবাদ দিবস পালন করা হলো।
সমাজে বেড়ে চলছে ব্যাপক হারে নারী নির্যাতন তালাক ,বহু বিবাহ , নারী পাচার , গণধর্ষণ , খুন , বাল্যবিবাহ ,বধু হত্যা। এই ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে নির্যাতিত নারীদের স্বনির্ভরতার দাবিতে ও কৃষি আইন এর বিরুদ্ধে অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির দাপটে অসহায় নারীদের অনাহারের আশংকায় আজ প্রতিবাদ দিবস।
কৃষি বিলে তাদের পরিবারের বিপদ আসবে। এই বিলের প্রতিবাদে কৃষক আন্দোলনের সংহতি জানিয়ে সমস্ত ধরনের নারী নির্যাতন বন্ধে এবং নারীদের সমাজে মানুষের মর্যাদা ও নিরাপত্তা স্বনির্ভরতার সুযোগ দিয়ে সুস্থভাবে বাঁচার দাবিতে এই প্রতিবাদ বলে জানা নারী উন্নয়ন সমিতির সম্পাদিকা খাদিজা বানু।