অবতক খবর :: গোয়ালপোখর:: ৩মে :: ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের পরিবারের পাশে ধারাবাহিকভাবে দাঁড়াচ্ছেন সমাজকর্মীরা। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-১ ব্লকের ৩০ গোয়ালপোখর ইউনাইটেড ফ্রন্ট পিপলস অ্যাসোসিয়েশন নামে ওই সংস্থা এই রোজার মাসে শ্রমিক পরিবারের সদস্যদের হাতে ধারাবাহিকভাবে তুলে দিচ্ছেন চাল ,ডাল, আটা, তেল, সয়াবিন সহ বিভিন্ন খাদ্যদ্রব্য। শুধু একবারই নয় বেশ কয়েকবার তুলে দিয়েছেন তারা।
সংস্থার চেয়ারম্যান মাসুদ মহম্মদ নাসেম আহসান জানান, “এখনও পর্যন্ত তিন হাজার পরিবারের সদস্যদের হাতে ওই খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়েছে। যে সমস্ত শ্রমিক এখনো পর্যন্ত কেরালা ,দিল্লি, মুম্বাই, গুজরাট, সুরাট এবং আমেদাবাদ সহ দেশের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন তাদের পরিবারের সদস্যরা চরম খাদ্য সংকটের মধ্যে রয়েছে।”
এই অসহায় অবস্থা দেখে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেন যে শ্রমিক পরিবারের সদস্যরা সবাই যেন অন্তত দুবেলা পেটপুরে খেয়ে বেঁচে থাকতে পারে, তার জন্য তাদের সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। তাই ধারাবাহিকভাবে তাদের হাতে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হচ্ছে ।
গোয়ালপুকুর ব্লকের প্রায় দশ হাজার শ্রমিক পরিবারের মধ্যে এই খাদ্য বণ্টন করা হবে বলেও তিনি জানিয়েছেন । এদিন শ্রমিক মহম্মদ শাহবাজ জানান,”খাদ্যদ্রব্য তারা দিয়েই যাচ্ছেন। এতে তারা সত্যিই উপকৃত। তা না হলে এই দীর্ঘ লক ডাউনের মধ্যে কিভাবে পরিবারের সদস্যদেরকে দু’মুঠো খাবার তুলে দিতেন তা জানা নেই তার।”