অবতক খবর , সুজিত গৌড় ,শেওড়াফুলি ,হুগলী: – বৈদ্যবাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের স্বপ্ননগর এলাকার স্থানীয় বাসিন্দারা ,রাস্তার দাবিতে এলাকায় ঝোলালেন ব্যানার। প্রায় ৫০০ মিটার রাস্তা বেহাল দশা বলে অভিযোগ। সামান্য বৃষ্টিতেই রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। দাঁড়িয়ে যায় জল। জমে যায় কাদা। ওই এলাকায় ৫০ থেকে ৬০ টি পরিবার বসবাস করে। তাঁদের অভিযোগ পৌরসভাকে সব ধরনের রাজস্ব দেওয়া হয়। কিন্তু পাওয়া যায় না ন্যূনতম পৌরপরিষেবা।
এবিষয়ে বৈদ্যবাটী পৌরসভার বর্তমান প্রশাসক অরিন্দম গুইন বলেন বিগত ১১ বছরে পৌরসভা এলাকায় যা কাজ হয়েছে , তার আগের ৩৪ বছরে সেই কাজ হয়নি। আট নম্বর ওয়ার্ডে বেশ কটি রাস্তা তৈরি হয়েছে। তবে এখন কয়েকটি রাস্তায় কাজ বাকি আছে । তিনি আরো বলেন বৈদ্যবাটী পৌরসভা এলাকায় ৯০ শতাংশের বেশি কাজ হয়ে গেছে । যে সমস্ত রাস্তা বাকি আছে খুব তাড়াতাড়ি কাজে হাত দেওয়া হবে। যাঁরা এই রাস্তা নিয়ে অভিযোগ করছেন, তাঁরা আমার মনে হয় অন্য কোন রাজনৈতিক দলের কর্মী। তাঁরা এলাকার বাসিন্দা নয়। আমাদের পৌরসভায় যেমন টাকা আসে , তা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভাগ করে কাজ করা হয়। সেখানকার এই পরিস্থিতি দেখেই তাঁরা জায়গা কিনেছে। এখন তাঁরা অভিযোগ করছে। এই সব অভিযোগ ভিত্তিহীন।