অবতক খবর :: অনুপ কুমার মন্ডল :: নদীয়া :: সারা বিশ্বে যখন করোনা নিয়ে আতঙ্ক সেই সময় করোনা ভাইরাস এর জেরে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই লকডাউন এর পথে নামলেন। এই লকডাউনের জেরে যারা অসহায় এবং দুস্থ মানুষ আছে যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের অন্ন জোগাতে এগিয়ে এল বিষ্ণুপুর জাগরণী ক্লাব। তাদের চাল ডাল আলু এবং অন্যান্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন।এর ফলে এই ক্লাবের পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু দরিদ্র মানুষ উপকৃত হলেন। সারা বছরই এই ক্লাব মানুষের পাশে থেকে মানুষের কাজ করেন। এই অসময়ে তারা এই কাজ করে দেখিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন ইচ্ছে থাকলেই ইচ্ছে পূরণ করা যায়।
এই জাগরণীর ক্লাবের সম্পাদক হীরক দাস বলেন জাগরণী বিষ্ণুপুর ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৯ সালে। সেই দিন থেকেই আমাদের পথ চলা শুরু। ক্রীড়া – সংস্কৃতি শিক্ষা- সমাজ সেবায় চাকদাহ ব্লক তথা নদীয়া জেলায় জাগরণী একটি সুপরিচিত প্রতিষ্ঠান।
করোনা ভাইরাস ভারত তথা সারা বিশ্বে মহামারীর আকার নিয়েছে। এর থেকে নিস্তার পেতে আমাদের রাজ্যে – আমাদের দেশে বিগত বেশ কয়েকদিন ধরে চলছে লকডাউন। আমাদের বিষ্ণুপুর এলাকায় অনেক মানুষ আছে যারা দিন আনা দিন খাওয়া মানুষ। এই লকডাউনের ফলে তারা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। সরকার সাহায্য করছে ঠিকই, কিন্তু তা যথেষ্ট নয়। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের ক্লাব জাগরণী এই সংঙ্কটকালে গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে।
০৫/০৪/২০২০ তারিখ এলাকার ১০০ টি পরিবারের হাতে আলু- মসুর ডাল- সর্ষের তেল- সয়াবিন – সাবান তুলে দেওয়া হয়েছে। ক্লাবের সদস্যদের চাঁদাতেই সমস্ত কর্মসুচী টি হচ্ছে। আগামী ০৮/০৪/২০২০ দ্বিতীয় পর্যায়ে আবারও ১০০+ পরিবারকে সাহায্য করা হবে।