অবতক খবর :: শিলিগুড়ি ::   প্রধানমন্ত্রী গতকাল ঘোষনা করবার পরেও মানে নি মানুষ। শিলিগুড়ির হাকিমপাড়া,সুভাষপল্লী এবং বিধান মার্কেটে এত ঘোষনা করা হলেও মানুষ কমায়নি ভীড়।মুদির দোকান এবং সবজীর দোকানে ভীড় দেখবার মতন,মানুষ যে কেন মানছেনা নিয়ম বুঝতেই পারছি না জানালেন স্থানীয় এক যুবক। নিয়ম না মেনে রাস্তায় অনেকেই ঘুরছেন, যার ফলে পুলিশকে অকারনে আক্রমনাত্যক হতে হয়েছে।

এদিন সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন জায়গাতে জটলা দেখা গেছে। বারবার পুলিশ প্রশাসনের হুশিয়ারি দেওয়া সত্যেও শিলিগুড়ির বিভিন্ন এলাকাতে দেখা গেছে ভীড় এবং জটলা। নিয়ম ভেঙে রাস্তায় বের হয়ে অনেকেই পড়ছেন পুলিশের মুখে। শিলিগুড়ির হাসমী চক,গেটবাজার লেকটাউনেও নিয়ম মানছেন না সাধারন মানুষ।ফলে বাধ্য হয়েই লাঠি চার্জ করতে হচ্ছে। শিলিগুড়ির এন টি এস মোড়েও জটলা দেখে লাঠি চার্জ করে পুলিশ। নিয়ম না মানাতে পুলিশের হুশিয়ারির মধ্যে পড়তে হচ্ছে আনেককেই।

এদিকে জলপাইগুড়িতেও একই অবস্থা নিয়ম ভঙ্গ করে অনেককেই নিজের ঘরে ফিরতে হয়েছে। শিলিগুড়ির মত জলপাইগুড়িতেও সকাল থেকেই ঘুরছে পুলিশ এবং র‍্যাফ। হুশিয়ারী দিয়ে বহু মানুষকেই ঘরে ফিরিয়েছেন তারা। সবমিলিয়ে লকডাউনের দ্বিতীয় দিনেও প্রশাসন এবং সাধারন মানুষের লুকোচুরি চলল।