অবতক খবর :: শিলিগুড়ি :: ১৪ মে ::     লকডাউনের প্রথম থেকেই দুঃস্থদের খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সাধারণ মানুষের হাতে তারা তুলে দিচ্ছে খাদ্যসামগ্রী।

বৃহস্পতিবার দাগাপুর মাঠে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে ক্যাম্প করে দুঃস্থদের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী। উপস্থিত ছিলেন পুলিশের সকল উচ্চপদস্থ আধিকারিকেরা। খাদ্যসামগ্রীর পাশাপাশি বিকেলের দিকে শহর লাগোয়া বিভিন্ন গ্রামে শিশুদের হাতে দুধ, পাউরুটি, বিস্কুটও তুলে দেওয়া হচ্ছে পুলিশের তরফে।

লকডাউনের প্রথম থেকেই শিলিগুড়ি পুলিশের এই মানবিক দিকের সাক্ষী শহরবাসী। লকডাউনে দুঃস্থরা কেউ যাতে অভুক্ত অবস্থায় না থাকে সেকারনেই তাদের এই উদ্যোগ।