অবতক খবর :: শিলিগুড়ি :: লকডাউনের বাজারে শুনশান করছে শিলিগুড়ির বিভিন্ন হাট বাজার। হাট বসেছে বটে কিন্তুু লোকজনের দেখা নেই।শিলিগুড়ির বিভিন্ন এলাকাতে প্রশাসনের নির্দেশে রাস্তার মধ্যেই বাজার। বাড়ি থেকে বেরিয়েই সহজে জিনিস পেয়ে যাওয়াতে আর হাট বাজারের দিকে পা বাড়াননি কেউই। এছারা হাট বাজার থেকে সংক্রামন বাড়তে পারে এই আশঙ্কা মাথায় আছে অনেকেরই তাই সহজে যা পাওয়া যায় সেটা কিনেই সন্তুষ্ট থাকছেন লোক।
শিলিগুড়ির বিভিন্ন এলাকা যেমন একটিয়াশাল,মাটিগাড়া এবং ফুলবাড়ি যে যে জায়গায় হাট বসে সে সব জায়গাতে লোকজনের দেখা একেবারে নেই বললেই চলে।