অবতক খবর :: রাণাঘাট :: ১০ মে :: মারণ ভাইরাস করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে লকডাউন। আর লকডাউনের কারণে চিকিৎসা ক্ষেত্রে দেখা দিয়েছে রক্ত সংকট। প্রায় প্রতিদিনই সমগ্র নদিয়া জুড়ে রক্ত সংকট মেটাতে এগিয়ে এসেছে এবিভিপি। সংগঠন সূত্রের খবর, লকডাউন পরবর্তী পর্যায়ে ইতিমধ্যেই জেলার বিভিন্ন হাসপাতালে তারা ৫০ জনের বেশী মানুষকে রক্ত দান করেছেন। আজও কল্যাণী জেএনএম হাসপাতালে রক্তের প্রয়োজন পড়ে এক থ্যালাসেমিয়া আক্রান্ত সংখ্যালঘু ছাত্রের। সেই সাথে ফোন আসে তেহট্ট এবং রাণাঘাট থেকেও।
খবর পাওয়া মাত্রই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এবিভিপি কার্যকর্তারা। সরাসরি রক্তদানের মাধ্যমে সমস্যা মেটান তারা। সংগঠনের নদিয়া জেলা সংযোজক অভিজিৎ বিশ্বাসের কথায়,” লকডাউনের প্রভাবে রক্ত সংকট দেখা দিতে পারে ভেবেই এবিভিপি’র পক্ষ থেকে চারটি নম্বর সম্বলিত হেল্পলাইন চালু করা হয়। সেখানে প্রতিদিনই ফোন আসতে থাকে, কারোর থ্যালাসেমিয়া বা অপারেশন বা রক্তাল্পতার কারণে। খবর পাওয়া মাত্রই এবিভিপি বা আনুষঙ্গিক সংগঠনের কার্যকর্তারা পৌঁছে যাচ্ছেন। “