অবতক খবর :: শিলিগুড়ি :: লকডাউনের মাঝে বৃষ্টি , শিলিগুড়ি একেবারেই অচল। সকাল থেকেই আবহাওয়া ছিলো মেঘলা,সঙ্গে হাওয়া বেলা বাড়তেই নামল বৃষ্টি। একেই করোনা আতঙ্ক একেবারে গিলে ফেলেছে শহরকে তার উপর বৃষ্টি নামাতে পুরো শহরই একেবারে ফাকা হয়ে গেলো।সকালে যাও বা লোকজন বেড়িয়েছিলেন দোকান পাট বাজার হাটের জন্য, বৃষ্টির দাপটে একেবারেই ফাকা।
একেবারে জনমানবশূন্য শহর শিলিগুড়ি। ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে লোকজন আসা যাওয়া করছেন তাও নামমাত্র, একান্ত দরকার না হলে রাস্তায় বের হচ্ছেন না কেউই। লক ডাউনের দ্বিতীয় ভাগে আরো সমস্যা এসেছে শিলিগুড়িবাসীর কাছে,তার উপর অনেক জিনিসের যোগান না থাকায় আরো মুশকিলে শিলিগুড়িবাসী। এর মধ্যে কিছু প্রয়োজনীয় ওষুধ না পাওয়াতে আরো অসুবিধায় পড়েছেন শিলিগুড়ির প্রবীন নাগরিকেরা।শিলিগুড়ির বেশ কিছু দোকানে পাওয়া যাচ্ছে না জরুরী ওষুধ।
একদিকে লকডাউনের জের অন্যদিকে বৃষ্টি সবমিলিয়ে চরম সমস্যায় শিলিগুড়িবাসী।