অবতক খবর :: লকডাউনে নাজেহাল দার্জিলিং।দোকানপাট বাজারহাট সবই প্রায় বন্ধ।দার্জির্লিং এর প্রতিটি হোটেল বন্ধ থাকায়,লোকজনের আনাগোনা একবারেই কমে গেছে।যেহেতু দার্জিলিং এর দোকানপাট বাজার সবকিছুই পর্যটনের উপর নির্ভরশীল।সে কারনেই দার্জিলিং এর সমস্ত পরিসেবাই বন্ধ হয়ে আছে।লকডাউন থাকায় পাহাড়ে জরুরী পরিসেবা প্রায় মুখ থুবড়ে পড়েছে।বিশেষ করে পাহাড়ে ওষুধের সমস্যা বেড়েই চলেছে।মানুষ ওষুধ খুজেই পাচ্ছে না।পর্যটন সংস্থার সঙ্গে যুক্ত যুবক যুবতীরাও পড়ে গেছেন সমস্যায়।লকডাউন থাকাতে বন্ধ ষ্কুল এবং কলেজও। ফলে রাস্তাঘাটের জনসমাগমও কমে গেছে।পাহাড়ে উপার্জনের অন্যতম পথ ছিলো গাড়ির ব্যবসা সেটাও বন্ধ হওয়াতে চরম অশান্তিতে বেকার যুবকেরা।সবমিলিয়ে লকডাউন চরম সমস্যায় ফেলেছে দার্জিলিংকে।