অবতক খবর :: শিলিগুড়ি ::   শিলিগুড়িতে লকডাউনে মুরগীর ব্যাবসা প্রায় শিকেয় উঠেছে। লকডাউনের সময় মুরগীর মাংশের দাম কেজী প্রতি ষাট টাকায় এসে দাড়িয়েছিলো। বর্তমানে দাম বাড়লেও ক্রেতার দেখা মিলছেনা। করোনার ভয়ে অনেকেই আসছেন না মাংশ কিনতে।

এক ক্রেতা জানালেন বাড়ির থেকেই বারন করে দিয়েছে,তাই ইচ্ছা থাকলেও কেনা সম্ভব হচ্ছে না। শুধু বিধান মার্কেট কেন শিলিগুড়ির সব জায়গাতেই মুরগির মাংশের বাজার পড়তির দিকে। করোনার ভয়ে পাহাড়ের ক্রেতারাও বিমুখ মুরগীর দিকে। কোথাও বিক্রি হচ্ছে না মুরগীর মাংশ।বিধান মার্কেটের মুরগিহাটিতে বিক্রি প্রায় পড়তীর দিকে। অবস্থা এমন জায়গাতে পৌছিয়েছে যে ব্যাবসায়ীরা সপ্তাহে একদিন ব্যাবসা বন্ধ করবার কথা ভাবছেন।