অবতক খবর , মুর্শিদাবাদ :-  সকাল থেকেই 27 শে আগস্ট বৃহস্পতিবার রাজ্য সরকারের নির্দেশ মতো লকডাউন পালিত হচ্ছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। বহরমপুর, রঘুনাথগঞ্জ ,ডোমকল ভগবানগোলা, লালবাগ সবদিকেই একই চিত্র লক্ষ্য করা গেল। লকডাউন কে সফল করতেই বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালালো পুলিশ প্রশাসন।

বিনা কারণে বাড়ির বাইরে বেরোলেই দিতে হচ্ছে উপযুক্ত প্রমাণ। করোনা সংক্রমনের কারণেই রাজ্য সরকারের তরফ থেকে সামনে সেপ্টেম্বর মাসে ও লকডাউন এর দিন ঘোষণা করেছেন , মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি নির্দেশ অনুযায়ী জনসাধারণকে পুলিশ প্রশাসনের বার্তা বিনা কারণে বাড়ির বাইরে না বেড়ানোর আবেদন জানানো হয়।