অবতক খবর :: শিলিগুড়ি :: ২২ জুলাই ::    লকডাউনে চলছিল সিনেমার শুটিং। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিনেমার শুটিং বন্ধ করল পুলিশ।

বুধবার শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডের কাছে ডন বক্সো রোডে একটি পাহাড়ের সিনেমার শুটিং চলছিল বলে জানা গিয়েছে। সেই সিনেমার শুটিং দেখার জন্য ভিড় জমে এলাকায়। এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ভক্তিনগর থানার পুলিশ আধিকারিকেরা। প্রোডাকশন হাউসের সঙ্গে কথা বলে সিনেমার শুটিং বন্ধ করে দেওয়া হয় এবং প্রোডাকশন হাউসের তিনকর্মীকে ভক্তিনগর থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যেহেতু শিলিগুড়ি শহরজুড়ে লকডাউন চলছে এবং শুধুমাত্র জরুরী পরিষেবাই খোলা রয়েছে সেহেতু সিনেমার শুটিং বন্ধ করে দেওয়া হয় এবং ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের ধারায় মামলা দায়ের করা হতে পারে। অন্যদিকে শুটিং বন্ধ করে দেওয়ায় সেখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায় প্রোডাকশন হাউস।