অবতক খবর :: বিশ্বজুড়ে করোনার কামড় ক্রমেই বেড়েচলেছে।ইতিমধ্যেই ভারতে চলছে তৃতীয় দফার লকডাউন। করোনা মোকাবিলায় আপাতত লকডাউন-ই একমাত্র ভরসা।তবে লকডাউনের জেরে যাতে সাধারণ মানুষের খাদ্যের অসুবিধা না হয় তাই অনেকেই এগিয়ে এসেছেন।বিভিন্ন জায়গায় সাময়িক ভাবে সমস্যায় থাকা মানুষদের হাতে পৌঁছে যাচ্ছে খাদ্যসামগ্রী।
এবার এগিয়ে এলেন সমাজসেবী বাবাই দাস।তিনি যেন সমস্যায় পরা মানুষদের কাঁধে হাত রেখে বলছেন “আমি আছি”।কল্যাণীর ১৩ নম্বর ওয়ার্ডে প্রায় ৭০ টি পরিবারের হাতে তুলেদিলেন চাল ডাল আলু সোয়াবিন।সাধারণ একজন মানুষ হয়ে এতগুলো পরিবারের পাশে দাঁড়ালেন বাবাই দাস।বললেন দুঃসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়াবে।
এই পরিস্তিতিতে মানুষের মুখে যখন হাঁসি ক্রমশ অদৃশ্য হয়ে আসছে তখন এই মানুষগুলোর মুখের হাঁসি দেখতে পেয়ে তিনি আনন্দিত।বাবাই বাবুর মতো সবাই যদি এগিয়ে আসে তাহলে লকডাউনে কিছু মানুষের হয়তো সামান্য পেট ভরানো যাবে।