অবতক খবর :: ইসলামপুর :: ২৯ এপ্রিল :: দেশ জুড়ে তীব্র করোনা সংক্রমণের আবহে যেখানে দেশভর মানুষকে ভীড় এড়াতে নির্দেশ দেওয়া হচ্ছে, সেখানে ঠিক উল্টো চিত্র ধরা পড়লো ইসলামপুরে। লকডাউন অমান্য করেই বাজারে হাজারো মানুষের ভিড় ।
লকডাউনকে তোয়াক্কা না করে বাজারপ্রেমী বাঙালি যে মানুষকে শেষ পর্যন্ত ডোবাতে পারে তার প্রমান এবং তার ছবি ইসলামপুর নিয়ন্ত্রিত বাজার সমিতি চত্বর এলাকায়। যেখানে পাইকারি দরে সবজিসহ বিভিন্ন দ্রব্য কিনতে পাওয়া যায়। বুধবার সকালে আচমকা আগের যেন কোনও এক হাটবারের ছবির মতন জমে উঠল বাজারের ভিড়। মানুষকে অনেক বুঝিয়ে সচেতন করে যখন কোনও কাজ হয়নি তখন সেই পথে না হেঁটে, খবর পেয়েই পুলিশ আচমকা পৌঁছে সেখানে লাঠিপেটা করল অনেককে। মুহূর্তেই খালি হয়ে গেল এলাকা।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বটে। কিন্তু কিছু মানুষকে এভাবেই সচেতনতা করা উচিত বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এক মাসের বেশি সময় ধরে চলছে লকডাউন । কিন্তু মানুষ বড্ড বেশি বাজারকেন্দ্রিক। এখনো আদৌ সচেতন নন অনেকেই। যার উদাহরণ ছড়িয়ে আছে রাজ্য জুড়ে একাধিক বাজারে। যখন প্রচুর মানুষ ঘরবন্দি হয়ে বসে আছেন তখন এই বিপরীত চিত্র লক ডাউনের ভাবনাকে সফল করতে বাধা দিচ্ছে । এর ফলে আতঙ্ক বাড়ছে ক্রমশ ।এই ঘটনায় দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানিয়েছে।