উৎপল রায় : অবতক খবর : ময়নাগুড়ি :     লকডাউনকে মান্যতা না দিয়ে মঙ্গলবার হেলাপাকড়ি সাপ্তাহিক হাটে উপচে পড়া ভীড় ক্রেতা-বিক্রেতাদের। ভিড় সামলাতে ময়নাগুড়ি থানা পুলিশ প্রশাসনের অভিযান। লকডাউনের সকাল দশটা পর্যন্ত বাজার হাটখোলা থাকার নির্দেশ রয়েছে। কিন্তু দশটার পরেও সবধরনের দোকান খোলা রাখেন ব্যবসায়ীরা।

এদিন শারীরিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা মাক্স টিও ঠিকমতো পড়তে দেখা গেল না অনেকের মুখে। স্বাস্থ্যবিধির নামেনি ভিড় করে কেনাকাটায় ব্যস্ত থাকতে দেখা যায় ক্রেতাদের। এর পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এলাকার সচেতন নাগরিকরা। তাদের আশঙ্কা এভাবে চলতে থাকলে করোনার করাল গ্রাস থেকে রক্ষা পাওয়া যাবে না। খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ হাটে গিয়ে অভিযান চালায়। পুলিশকে ঢুকতে দেখেই তড়িঘড়ি দোকান বন্ধ করেন ব্যবসায়ীরা। হুড়োহুড়ি করে হাট থেকে বিয়ে যান ক্রেতারাও। দুয়েকজন ব্যবসায়ীর দোকান খোলা থাকায় পুলিশ ধমক দিয়ে তাদের দোকান বন্ধ করে দেয়। মুহূর্তের মধ্যেই গোটা হাট শুনশান হয়ে যায়।
এরপর স্থানীয় অভয়মোড়ে দোকানপাট খোলা থাকার খবর পেয়ে পুলিশ সেখানেও ছুটে যায়।কিন্তু হাটে পুলিশ ঢোকার খবর শুনে আগেই সেই মোড় ফাঁকা হয়ে যায়।

পুলিশের তৎপরতা দেখে খুশি এলাকার সচেতন নাগরিকরা। তাদের বক্তব্য, পুলিশ এভাবে লাগাতার তৎপরতা দেখলে তবেই রক্ষা মিলতে পারে। তবে লকডাউন সফল করতে অভিযান জারি থাকবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।